Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

সেবাসমুহঃ

 

আপনি জানেন কি?

 সরকার বিনামূল্যে দেশের  দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দিচ্ছে!

Ø        দেশের সুবিধাবঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দেয়ার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ নামক একটি আইন প্রণয়ন করেছে।

Ø        এ লশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে একটি আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির চেয়ারম্যান সংশিস্নষ্ট জেলার জেলা ও দায়রা জজ এবং উপজেলা ও ইউনিয়ন কমিটির চেয়ারম্যান  সংশিস্নষ্ট পরিষদেও চেয়ারম্যান।

Ø        দরিদ্র জনগণের মধ্যে বাদী  বিবাদী উভয়ই এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন।

সরকারি আইনগত সহায়তা কারা কারা পাবে?

জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা ২০০১ আনুযায়ী অন্যান্যের বলে বিবেচিত হতে পারেন

·        কর্মক্ষম নন, অংশিক কর্মক্ষম,কর্মহীন বা বার্ষিক ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্ধ্বে আয় করতে অক্ষম মুক্তিযোদ্ধা;(সংশোধিত নীতিমালা ২০১৪)

·        বয়স্ক ভাতা পাচেছন এমন কোন ব্যক্তি;

·        ভি জি ডি কার্ডধারী দু:স্থ মাতা;

·        দুর্বৃত্ত দ্বারা এসিড দগ্ধ নারী বা শিশু;

·        আদর্শ গ্রাম বা গুচ্ছ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত কোন ব্যক্তি;

·        অসচ্ছল বিধাব, স্বামী পরিত্যক্তা এবং দু:স্থ মহিলা;

·        উপার্জনে অক্ষম, সহায় সম্বলহীন প্রতিবন্ধী;

·        আর্থিকভাবে অসচ্ছলতার দারম্নন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্নপক্ষ সমার্থন করতে অসমর্থ ব্যক্তি

·        বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্নপ সমর্থনে যথাযথা ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল

·        আদালত কতৃর্ক আর্থিকভাবে অসহায় ও অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি;

·        জেল কতৃর্ক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিশকৃত বা বিবেচিত ব্যক্তি;

আইনগত সহায়তার আবেদন ফরম কোথায় পাবেন?

·         জেলা জজকোর্টে অবস্থিত  লিগ্যাল এইড অফিস- এ

·        কারাগারে কর্মকর্তার নিকট

·        জেলা আইজীবী  সমিতির সাধার সম্পাদকের কার্যালয়ে

·        জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা কার্যালয়ে

·        উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যলয়ে

কখন এবং কোন মামলায় সহায়তা পাবেন?

দেওয়ানি, ফৌজাদারি,পারিবারিক, জেল আপীসহ যেকোন মামলায় মামলা দায়েরর পূর্বে কিংবা চলমান মামলায় - মামলার বাদী, বিবাদী, ফরিয়াদি বা আসামি যে কেউ আইনগত সহায়তা পেতে পারেন। বিচারাধীন মামলার আইন সহায়তার জন্য প্রয়োজনে সংশিস্নষ্ট আদালতকেও অবগত করতে পারেন।

জেলা লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবাসমূহ

§        আইনি পরামর্শ

§        আইন তথ্য

§        মামলা দায়ের এবং প্রতিনিধিতব, সরকারি লিগ্যাল এইড তহবিল থেকে ব্যয় বহন করা হয়

§        সরকারি খরচে মামলা পরিচালনা এবং মামলা দায়েরর জন্য আইনজীবীর ফি ও মামলা সংক্রামত্ম অন্যান্য ব্যয় বহন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির অফিসে কোয়ায় অবস্থিত?

ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির অফিস ঢাকা জেলা জজ আদালত ভবনের নীচ তলায় অবস্থিত। এছাড়া দেশের প্রতিটি জেলায় জেলা লিগ্যাল এইড কমিটির অফিস জেলা জজ আদালত ভবনের নীচ তলায় অবস্থিত। উলেস্নখ্য যে, আইনগত সহায়তা প্রাদান সংস্থার প্রধান কার্যালয় ঢাকা অবস্থিত

বিসত্মারিত জানতে হটলাইন নম্বরে ফোন করম্নন

০১৭৫৫৮৮৯০৯০

 

 

 

 

 

1)     সরকারী সেবাসমুহঃ বিভিন্ন সরকারী ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অন লাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ তালিকা, প্রভৃতি।

 

2)    জীবন জীবিকা ভিত্তিক তথ্যঃ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ’’ জাতীয় ই তথ্য কোষ থেকে এ তথ্যসমুহ প্রদান করা হয়। অন লাইনের পাশাপাশি ইউআইএসসি সমুহে জাতীয় ই তথ্য কোষ এর অফলাইন ভার্সন ও ( সিডি/ডিভিডি) রয়েছে। যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও সেবা দেওয়া যায়।

 

3)    বাণিজ্যিক সেবাঃ মোবাইল ব্যাংকি, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন, দেশ বিদেশে ভিডিও কনফারেন্স, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, ফটোকপি, স্ক্যানিং, ফোন কল, ফোন কল, জেনারেটর ভাড়া, প্রজেক্টর ভাড়া।