ভাকুর্তা ইউনিয়ন পরিষদ ঢাকা জেলার অর্ন্তরগত সাভার উপজেলাধীন । ইহা ঢাকা শহরের অতি নিকটে। ভাকুর্তা ইউনিয়নের পূর্ব দিকে শাক্তা ও সিটি কর্পোরেশন। পশ্চিমে তেতুঁলজোড়া ইউনিয়ন পরিষদ। উত্তরে আমিন বাজার। দক্ষিন তারানগর ও হযরতপুর ইউনিয়ন পরিষদ।
ক) নাম – ১২নং ভাকুর্তা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –প্রায় ২০ বর্গ কিলোমিটার।
গ) লোকসংখ্যা – ৫৪,০০০ হাজার (উপজেলা পরিসংখ্যান তথ্য অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৮ টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৮ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি, বাস।
জ) শিক্ষার হার – (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি,
মাদ্রাসা- ৩৫টি।
গ্রাম সমূহের নাম –
চাইড়া, হারুরিয়া, নালিয়াশুর, মুশুরীখোলা, তুলাতুলী, চর তুলাতুলী, ঝাউচর, দক্ষিন ঝাউচর, বাহের চর, ফিরিঙ্গীকান্দা, নন্দের খামার, ছাগলাকান্দি, চুনার চর, কাইশার চর, নলাগড়িয়া, ডোমড়াকান্দা, খাগুরিয়া, হিন্দু ভাকুর্তা, ভাকুর্তা, কান্দি ভাকুর্তা, মোগড়াকান্দা, চাপড়া, শ্যামলাশী ভাড়ালিয়া পাড়া, শ্যামলাশী কলাতিয়া পাড়া, শ্যামলাশী টোটালিয়া পাড়া, শ্যামলাশী বাহের চর , লুটের চর।
ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৪) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর- ১ জন।
৫) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৬ জন।
৬) উদ্যোক্তা- ০৩ জন
৭) অফিস সহকারী- ০৩ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস